Listen to the audio while reading the text:
Text:
“This is the Excalibur”, Merlin said. “Only an honest and fearless knight who protects the common people can possess this sword.”
King Arthur accepted the enchanted sword from the mysterious hand appearing from the depths of the lake. “I shall never use this magic sword for any personal benefit,” King Arthur declared.
King Arthur could gift peace and prosperity to England. The greedy barons were unhappy with King Arthur because he was gentle and just. He married the beautiful Lady Guinevere, daughter of the king of Cornwall. On the wedding day, Merlin took him to a richly gilded pavilion, painted crimson and dark blue. The floor was marbled. In the middle of the room was a huge, round, oak table, richly carved, capable of seating fifty people. This was the famous round table around which gathered King Arthur’s devoted knights. These knights promised that they would help the helpless, be gentle to the weak and to punish the wicked. To keep their vows, the knights undertook countless hazardous adventures. The stories of their goodness and kindness spread throughout the country.
King Arthur ruled for many happy years, and grew old with time. Many of his trusted knights had perished during their adventures. The king gave his magic sword, the Excalibur, to a trusted knight. At the king’s command, the knight threw the sword into the lake amid the plain of the sweet-smelling flowers. A beautiful arm arose from the lake, caught the sword and disappeared into the green depths of water.
The knight came back and told the king what had happened. King Arthur smiled. He instructed his people to put him on a barge. It was the hour of twilight. With tearful eyes, everyone bade goodbye to the old king as the barge sailed with him towards the setting sun.
Meaning Line by line
“এটা হল এক্সক্যালিবার,” মার্লিন বললেন। “একমাত্র একজন সৎ ও নির্ভীক বীর যোদ্ধা যিনি সাধারণ মানুষকে রক্ষা করেন, তিনিই এই তলোয়ারের অধিকারী হবেন।”
রাজা আর্থার জাদু তলোয়ারটি ওই রহস্যজনক হাত থেকে গ্রহণ করলেন যেটি হ্রদের গভীর থেকে উঠে এসেছিল। “আমি এই জাদু তলোয়ার ব্যক্তিগত স্বার্থে কখনও ব্যবহার করব না,” রাজা আর্থার ঘোষণা করলেন।
রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি ও সমৃদ্ধি উপহার দিতে পেরেছিলেন। লোভী জমিদারগণ রাজা আর্থারের ওপর মোটেই খুশি ছিলেন না কারণ তিনি ছিলেন সদয় এবং ন্যায়পরায়ণ। তিনি সুন্দরী লেডি গিনেভেয়ারকে বিবাহ করেছিলেন, যিনি ছিলেন কর্নওয়ালের রাজার কন্যা। বিবাহের দিন, মার্লিন তাঁকে সোনা দিয়ে অলংকৃত একটি বিশাল জমকালো তাঁবুতে নিয়ে গেলেন, যা গাঢ় লাল ও নীল রঙে রাঙানো ছিল। মেঝেটা মার্বেল পাথর দিয়ে ঢাকা ছিল। ঘরের মাঝখানে একটি বিশাল জমকালোভাবে খোদাই করা গোলাকার ওক কাঠের তৈরি টেবিল ছিল, যেটিতে পঞ্চাশজন লোক বসতে পারত। এটি ছিল সেই বিখ্যাত গোল টেবিল যার চারপাশে রাজা আর্থারের একনিষ্ঠ বীর যোদ্ধারা জড়ো হতেন। এই বীর যোদ্ধারা অঙ্গীকার করেছিলেন যে তাঁরা অসহায়কে সাহায্য করবেন, দুর্বলের প্রতি সদয় হবেন এবং দুষ্টকে শাস্তি দেবেন। তাঁদের প্রতিশ্রুতি রক্ষার জন্য, ওই বীর যোদ্ধারা অসংখ্য বিপজ্জনক দুঃসাহসিক অভিযানের দায়িত্ব নিয়েছিলেন। তাঁদের মহত্ত্ব এবং উদারতার কথা দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছিল।
রাজা আর্থার বেশ অনেক বছর সুখে শাসন করেছিলেন, এবং সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধ হলেন। তাঁর বিশ্বস্ত বীর যোদ্ধাদের মধ্যে অনেকেই তাঁদের অভিযান চলাকালীন মারা গিয়েছিলেন। রাজা তাঁর জাদু তলোয়ার, এক্সক্যালিবারটিকে তাঁর একজন বিশ্বস্ত বীর যোদ্ধাকে দিলেন। রাজার আদেশে, ওই বীর যোদ্ধা তলোয়ারটিকে সুগন্ধিফুলের সমভূমির মাঝে যে হ্রদটি ছিল তার মধ্যে ছুড়ে দিলেন। একটি সুন্দর হাত হ্রদের মধ্যে থেকে উঠে এল, এবং তলোয়ারটি ধরে সবুজ জলের গভীরে অদৃশ্য হয়ে গেল।
বীর যোদ্ধা ফিরে এলেন এবং যা ঘটেছিল তা রাজাকে বললেন। রাজা আর্থার মৃদু হাসলেন। তিনি তাঁর অনুচরদের নির্দেশ দিলেন তাঁকে যেন একটা বজরায় তোলা হয়। সময়টা ছিল গোধূলি। অশ্রুসজল চোখে, প্রত্যেকে বৃদ্ধ রাজাকে বিদায় জানালেন যখন অস্তায়মান সূর্যের অভিমুখে বজরাটি পাড়ি দিল।