Reading and meaning part 1

Listen to the audio file while reading the text- (অডিওতে লাইনের মানে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেভাবে বলা হয়েছে। পুরোপুরি গ্রামাটিক্যালি কারেক্ট বলা হয় নি।)

Read the text

Many hundreds of years ago, England was ruled by a king called Uther-Pendragon. The king, who was friend and protector to all his people, was fair to everyone. The people of Britain lived in peace and happiness, tending their flocks and tilling their fields.

King Uther-Pendragon had married the beautiful Lady Igraine, and had a son. This child was the heir to the royal throne. The king and the queen died soon after the baby boy was born. It was a difficult time. Many of the king’s opponents were looking to seize the throne. King Uther-Pendragon had two wise counsellors—Merlin, a prophet and a magician, and the brave knight, Sir Ulfius. They were greatly trusted by the royal family. When the king and the queen were no more, the two counsellors met Sir Ector the Trustworthy, a loyal subject of the king, on a cold and windy midnight. They placed in his hands a baby wrapped in a scarlet cloak. Merlin said, “We order you and your wife to bring up this child as though he were your own son.” “The boy is to be called Arthur,” Sir Ulfius said. Sir Ector, being a true knight, asked no questions and promised to obey his late king’s counsellors. As Merlin and Sir Ulfius had feared, trouble broke out in Britain after the passing away of the king. The barons were fighting among themselves and plotting to capture the throne. Britain was in the grip of lawlessness. Travellers were regularly robbed. The peasants were unhappy.

Meaning line by line (grammatically correct)

বেশ কয়েকশো বছর আগে, ইংল্যান্ড শাসিত হত ইউথের-পেনড্রাগন নামক একজন রাজার দ্বারা। সেই রাজা, যিনি তাঁর সব প্রজাদের কাছে রক্ষাকর্তা এবং বন্ধুস্বরূপ ছিলেন, তিনি সকলের প্রতি নিরপেক্ষ ছিলেন। ব্রিটেনের লোকেরা শান্তিতে এবং সুখে বাস করত, তাদের গৃহপালিত পশুদের যত্ন সহকারে দেখাশোনা করত এবং নিজেদের জমি চাষ করত।

রাজা উথার-পেনড্রাগন সুন্দরী লেডি ইগ্রেইনকে বিবাহ করেছিলেন, এবং তাঁদের একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করেছিল। এই শিশুটি ছিল রাজসিংহাসনের উত্তরাধিকারী।

শিশুটির জন্মের ঠিক পরেই রাজা এবং রানি মারা গেলেন। এটা ছিল একটা কঠিন সময়। রাজার শত্রুপক্ষের মধ্যে অনেকে রাজসিংহাসন দখল করার চেষ্টা করছিল। রাজা উথার-পেনড্রাগনের দুজন জ্ঞানী উপদেষ্টা ছিলেন-মার্লিন, একজন ভবিষ্যদ্রষ্টা ও জাদুকর, এবং সাহসী বীর যোদ্ধা, স্যার উলফিয়াস। রাজপরিবারের কাছে তাঁরা খুবই বিশ্বস্ত ছিলেন। রাজা ও রানির অবর্তমানে, ওই দুজন উপদেষ্টা এক ঠান্ডা ঝোড়ো মধ্যরাত্রে স্যার এক্টর নামক একজন বিশ্বস্ত প্রজার সঙ্গে দেখা করলেন। তাঁরা তাঁর হাতে উজ্জ্বল লাল রঙের ঢিলে পোশাক জড়ানো একটি শিশু দিলেন। মার্লিন বললেন, “আমরা তোমাকে এবং তোমার স্ত্রীকে আদেশ করছি এই শিশুটিকে তোমাদের নিজের ছেলের মতো করে মানুষ করতে।”

“বালকটিকে আর্থার বলে ডাকা হবে,” স্যার উলফিয়াস বললেন। স্যার এক্টর যেহেতু একজন যথার্থ বীর যোদ্ধা ছিলেন, তাই তিনি কোনো প্রশ্ন করলেন না এবং অঙ্গীকার করলেন যে তিনি মৃত রাজার উপদেষ্টাদের কথা মেনে চলবেন।

ঠিক যেমনটা মার্লিন এবং স্যার উলফিয়াস ভয় পেয়েছিলেন, রাজার মৃত্যুর পরেই ব্রিটেনে ঝামেলা শুরু হয়ে গিয়েছিল। জমিদারগণ নিজেদের মধ্যে লড়াই করতে লাগলেন এবং রাজসিংহাসন দখলের ষড়যন্ত্র করতে লাগলেন। গোটা ব্রিটেন তখন অরাজকতার শিকার। যাত্রীরা নিয়মিতভাবে লুণ্ঠিত হত। কৃষকরা অসুখী ছিল।

Login / Register

(x)
Activation


(x)
Update password

(x)
Enter password


(x)
Optimized by Optimole